গণমঞ্চ নিউজ ডেস্ক –
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দুর্নীতিবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। এ সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। গ্রেপ্তার হয়েছে দুই শতাধিক মানুষ। আজ সোমবার এক বিবৃতিতে একথা জানিয়েছে পুলিশ। খবর আল জাজিরার।
আয়োজকরা বলছেন, বিক্ষোভে প্রায় ৮০ হাজার মানুষ অংশ নেয়। পুলিশ জানিয়েছে, বিক্ষোভ প্রথম দিকে শান্তিপূর্ণ ছিল। তবে পরবর্তীতে বিনা উষ্কানিতে আয়ালা ব্রিজ এবং মেন্ডিওলায় বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠে।সংঘর্ষে কমপক্ষে ১৩১ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ছুরিকাঘাতে আহত একজনকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়।তবে স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার বিভাগ এবং ফিলিপাইনের পুলিশ ছুরিকাঘাতের কথা অস্বীকার করেছে।পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘বিক্ষোভকারীরা পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। সেইসঙ্গে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর চালায়।’
এতে আরো বলা হয়েছে, পুলিশ ২২৪ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক।আজ সোমবার সকালে ম্যানিলার কিছুটা স্বাভাবিকতা ফিরে এলেও, স্বাভাবিকের তুলনায় বেশি পুলিশ মোতায়েন রয়েছে।সম্প্রতি সরকারের বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে ৯ দশমিক ৫ বিলিয়ন ডলারেরও বেশি আর্থিক জালিয়াতি প্রকাশ পায়। এরপরই দেশটিতে বিক্ষোভ শুরু হয়।