দুয়ারীপাড়ায় নজরুল রাজত্ব, অবৈধ বিদ্যুৎ সংযোগে শত শত রিকশা চার্জ

নিজস্ব প্রতিবেদক

অভাব-অনটন আর ঋণের চাপে ভোলা থেকে পালিয়ে এসেছিলেন মোঃ নজরুল ইসলাম নজু। আজ তিনি রাজধানীর মিরপুরের দুয়ারীপাড়ায় গড়ে তুলেছেন এক অঘোষিত সাম্রাজ্য। এলাকাবাসীর অভিযোগ—অবৈধ কর্মকাণ্ডই তার মূল অস্ত্র, আর রাজনৈতিক পরিচয় তার ঢাল।
সূত্র জানায়, নজু অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে প্রতিদিন শত শত ব্যাটারি চালিত রিকশা চার্জ দেন। ছোট্ট একটি গেজ থেকে সরবরাহকৃত এই অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে তিনি বিপুল পরিমাণ অর্থ আয় করছেন। অথচ এই কর্মকাণ্ডের ফলে একদিকে সরকারী বিদ্যুতের অপচয় ঘটছে, অন্যদিকে এলাকাবাসী ভোগান্তিতে পড়ছেন।

শুধু তাই নয়—তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, দখলদারিত্ব, প্রধান সড়ক দখল করে নিয়ন্ত্রণ নেওয়া এবং স্থানীয় চা দোকান থেকে প্রতিদিন চাঁদা আদায়ের মতো অভিযোগ। দোকানপ্রতি অন্তত ৩০০ টাকা করে নজুকে দিতে হয়, নইলে ব্যবসা করা দায় হয়ে ওঠে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, নজু নিজেকে বিএনপির ঢাকা-১৬ আসনের মনোনীত প্রার্থী আমিনুল হকের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে রাজনৈতিক প্রভাব খাটান। ভয়ভীতি দেখিয়ে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।

ভুক্তভোগীরা বলছেন, নজুর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার সাহস পাচ্ছেন না অনেকেই। তার দৌরাত্ম্যে ক্ষুব্ধ এলাকাবাসী অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *