দুই গোলে পিছিয়ে থেকেও লেভান্তের মাঠে বার্সেলোনার দুর্দান্ত জয়

নিজস্ব প্রতিবেদক

লা লিগার নতুন মৌসুমে দারুণ নাটকীয় এক ম্যাচ উপহার দিল বার্সেলোনা। শনিবার রাতে লেভান্তের মাঠে প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়েছিল কাতালানরা। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।তিন বছর পর লা লিগায় ফেরা লেভান্তে শুরুটা করেছিল চমক দিয়েই। আগের ম্যাচে আলাভেসের কাছে ২-১ গোলে হারের পর বার্সার বিপক্ষে প্রথমার্ধে দুর্দান্ত লড়াই করে তারা। ১৫ মিনিটেই ইভান রোমেরোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। যোগ করা সময়ে পেনাল্টি থেকে মোরালেস নোগালেস লিড দ্বিগুণ করলে স্বাগতিকরা স্বপ্ন দেখতে শুরু করে বড় কিছুর।

তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধের শুরুতেই লামিনে ইয়ামালের পাস পেয়ে পেদ্রির দুর্দান্ত শটে ব্যবধান কমায় বার্সা। কয়েক মিনিট পরেই রাফিনিয়ার কর্নার থেকে ফেররান তোরেসের ভলিতে সমতায় ফেরে অতিথিরা। এরপর লেভান্তের গোলরক্ষক কয়েকটি দুর্দান্ত সেভে বার্সাকে আটকে রাখলেও যোগ করা সময়ে উনাই এলজেজাভালের আত্মঘাতী গোলে এগিয়ে যায় কাতালানরা। সেই লিডই শেষ পর্যন্ত নিশ্চিত করে জয়সূচক তিন পয়েন্ট।

পুরো ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখায় বার্সেলোনা। ৮৩ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে তারা এবং নেয় ২৬টি শট, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে লেভান্তের ৮ শটের মধ্যে ৫টি অন টার্গেটে ছিল।এই জয়ের ফলে মৌসুমের প্রথম দুই ম্যাচেই পূর্ণ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। আগামী রোববার দিবাগত রাতে তারা মুখোমুখি হবে রায়ো ভায়েকানোর।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *