মোঃ নাঈম হোসেন পলোয়ান, চাঁদপুর থেকে
চাঁদপুরের ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে দীর্ঘ ২৩ বছর পর শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট ২০২৫) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে শিক্ষক পরিষদের সভাপতি ও কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মো. মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে এবং তাঁর সার্বিক তত্ত্বাবধানে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষে উপস্থিত সকল শিক্ষকের সামনে স্বচ্ছভাবে গণনা করা হয়। নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বরং কলেজ ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ।
ভোটের ফলাফলে নির্বাচিত হন—
সম্পাদক পদে: জনাব মো. নাছির উদ্দিন, প্রভাষক (অর্থনীতি)
সহ সম্পাদক পদে: জনাবা রোমেনা সুলতানা, প্রভাষক (সমাজকর্ম)
কোষাধ্যক্ষ পদে: জনাব মো. মোবারক করিম খান, প্রভাষক (আইসিটি)
দীর্ঘ সময় পর অনুষ্ঠিত এ নির্বাচনকে শিক্ষকরা কলেজের এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছেন। নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন শিক্ষক পরিষদ কলেজের একাডেমিক ও সাংগঠনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষকরা।