দিনাজপুরের জীবনমহল পার্কে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ, আহত ২০

গণমঞ্চ ডেস্ক নিউজ

দিনাজপুরের বিরলে জীবনমহল পার্কে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিকসহ ২০ তৌহিদী জনতাকে মারধর করে আহত করেছে পার্কটির কর্মচারীরা। এ সময় ৫টি মোটরসাইকেলসহ কমপক্ষে ১০টি যানবাহন ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার বিকেলে বিরল উপজেলার কাঞ্চন মোড়ে অবস্থিত জীবনমহল পার্কের সামনে সড়কে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন- মাওলানা সোহরাব হোসাইন, শামসুল ইসলাম, ওসমান গনি, আরিফুল ইসলাম, সোহের রানা, হাসিনুর আলী। আহতদের মধ্যে গুরুতর একজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের দিনাজপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, জীবনমহল পার্কের রেস্ট হাউসে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ হয়ে আসছিল। পাশাপাশি পার্কের ভেতরে একটি দরবার শরীফ গড়ে তোলা হয়েছে। অতিসম্প্রতি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়। পরে আটককৃতদের ও পার্ক কর্তৃপক্ষকে জেল জরিমানা প্রদান করে।

এ ঘটনার পর থেকে তৌহিদি জনতার ব্যানারে পার্কের অসামাজিক কার্যকলাপ ও দরবার শরীফ বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। গত ২১ আগস্ট বৃহস্পতিবার বিরল মডেল মসজিদে তৌহিদী জনতার ব্যানারে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বৃহস্পতিবার জীবনমহলের সামনে মানববন্ধনের ঘোষণা দেয়। এর মধ্যে জীবনমহল কর্তৃপক্ষ তৌহিদি জনতার মানববন্ধনের প্রতিবাদে একই সময়ে জীবনমহলের সামনে তারা প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়।

বৃহস্পতিবার দুপুর ২টায় জীবনমহলের সামনে জীবন মহলের কর্মচারী ও আশেপাশের এলাকাবাসী পার্কের পক্ষে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। এদিকে বিকেল ৩টায় তৌহিদী জনতা দিনাজপুর শহর থেকে একটি মিছিল ও বোচাগঞ্জ থেকে আরেকটি নিয়ে জীবনমহলের সামনে এসে বিক্ষোভ করে। এ সময় পার্কের লোকজন তৌহিদি জনতার ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের বাধে। এই সংঘর্ষে পাঁচজন সাংবাদিকসহ অন্তত ২০ জন। এসময় পাঁচজন সাংবাদিকের মোটরসাইকেলসহ ১০টি যানবাহন ভাঙচুর করা হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা জীবনমহল পার্কে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এসময় পার্কে অবস্থিত দরবার শরীফে ভাঙচুর চালায় ও জনতা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এছাড়া বিরল থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দরবার শরিফের আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে খবর পেয়ে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম পুলিশ সুপার মারুফত হুসাইন ঘটনাস্থলে ছুটে আসেন। তারা দুইজন জীবন মহল পার্কের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পাশাপাশি তৌহিদী জনতা ও জীবনমহল পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং উভয়পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার মারফত হোসাইন বলেন, আমরা জানতে পেরেছি তৌহিদী জনতার মিছিলের ওপর জীবনমহল পার্কের লোকজন ইট পাটকেল নিক্ষেপ করেছে। এতে উভয়পক্ষের মধ্যে ঘটনা ঘটে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পুলিশ সুপার বলেন, কেউ মামলা করলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিব।

জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, আমরা উভয়পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়েছি। উভয়পক্ষকে নিয়ে বসে ঘটনার সুরাহা করব।

এদিকে তৌহিদী জনতা দিনাজপুর বিরল সড়কের কাঞ্চন মোড়ে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশ থেকে জীবনমহল পার্কে অসামাজিক কার্যকলাপ বন্ধ, প্রভৃতি জনতার ওপর হামলাকারীদের ও জীবনমহল পার্কের স্বত্বাধিকারী ড. জীবন চৌধুরীকে অবিলম্বে গ্রেফতার আইনের আওতায় আনার দাবি জানান। অন্যতায় আরও বৃহত্তর কর্মসূচি পালনের হুঁশিয়ারী দেন তারা।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *