দারুণ খেলেও ৪ গোল খেয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

গণমঞ্চ ডেস্ক নিউজ

ভারতে চলমান এশিয়া কাপ হকিতে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। দারুণ খেলেও হারতে হলো মালয়েশিয়ার অভিজ্ঞতার কাছে। ৪-১ ব্যবধানে হেরে এশিয়া কাপ শুরু হলো বাংলাদেশের।

এবারের এশিয়া কাপে অবশ্য বাংলাদেশের খেলার কথা ছিল না। পাকিস্তান শেষ মুহূর্তে সরে যাওয়ার ফলে ডাক পায় বাংলাদেশ। মাত্র তিন সপ্তাহের প্রস্তুতি নিয়েই ভারতে পা রাখে লাল-সবুজের দল। এত কম প্রস্তুতির পরও দলের পারফরম্যান্স বেশ আশাব্যঞ্জক। গেল আসরের আসরের তুলনায় তো বটেই। সে আসরে এই মালয়েশিয়ার কাছেই ৮-১ গোলে হারতে হয়েছিল বাংলাদেশকে।

সেদিনের সঙ্গে আজকের ম্যাচের মিল আছে বেশ। সেদিন পেনাল্টি কর্নার থেকে একমাত্র গোলটা পেয়েছিল বাংলাদেশ, আজও একমাত্র গোলটি এসেছে ওই পেনাল্টি কর্নার থেকেই। আগের আসরের মতো এবারও গোলের নায়ক আশরাফুল ইসলাম।

ম্যাচের ১৬তম মিনিটে তার গোলই মালয়েশিয়াকে হতাশ করে এগিয়ে দেয় বাংলাদেশকে। তবে ২৫ মিনিটে ওপেন প্লে থেকে সমতা ফেরান আশরান হামসানি। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই (৩৬ মিনিটে) আকিমুল্লাহ আনুয়ার গোল করে মালয়েশিয়াকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে।

ফিটনেসের ঘাটতি থাকলেও তৃতীয় কোয়ার্টারে মালয়েশিয়ার একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন লাল-সবুজের খেলোয়াড়রা। কিন্তু শেষ কোয়ার্টারে আর রুখতে পারেননি মালয়েশিয়ার গতিকে। ৪৮ মিনিটে মুহাজির আবু রউফ এবং ৫৪ মিনিটে সাইয়েদ চোলান গোল করে মালয়েশিয়ার জয় নিশ্চিত করেন।

এশিয়া কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ আছে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং চাইনিজ তাইপের সঙ্গে। প্রথম ম্যাচে হারলেও, আগের আসরের তুলনায় উন্নত লড়াই নিঃসন্দেহে আত্মবিশ্বাস যোগাবে বাংলাদেশকে সামনে এগিয়ে যেতে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *