দক্ষিণ আফ্রিকাকে বিশাল ব্যবধানে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক

সিরিজের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৭৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

৪৩২ রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে প্রোটিয়াররা শুরু থেকেই বিপদে পড়ে। দলীয় মাত্র ১১ রানেই মার্করামকে হারানোর পর, ব্যাটসম্যানরা আর প্রতিরোধ গড়তে পারেননি। অজিদের বোলিং তোপে তারা মাত্র ২৪.৫ ওভারে ১৫৫ রানে সব কটি উইকেট হারিয়ে ফেলে অলআউট হয়।

মাঝে টনি ডি জর্জি ও ডেওয়াল্ড ব্রেভিস সামান্য প্রতিরোধ দেখালেও তা যথেষ্ট ছিল না। অস্ট্রেলিয়ার বাঁ-হাতি স্পিনার কুপার কোনোলি মাত্র ২২ রান খরচায় ৫ উইকেট শিকার করেন। এছাড়া দুটি করে উইকেট নেন জাভিয়ের বারলেট ও শন এবট, এবং একটি উইকেট পান এডাম জাম্পা।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে অজিরা পাহাড়সম সংগ্রহ করে। হেড ১৪২, মার্শ ১০০ ও গ্রিন এর ১১৮ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ৪৩১ রানের বিশাল টার্গেট দাঁড় করায়।

এই জয়ে অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশ থেকে বাঁচলেও সিরিজ আগেই দক্ষিন আফ্রিকা নিজেদের করে নিয়েছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *