তোরা আমাকে বার বার মেরে ফেলিস কেন গরীবেরা: সেফুদা

অস্ট্রিয়াপ্রবাসী সেফায়েত উল্লাহ সেফুদার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসুবক)। এই সংবাদটি নিতান্তই গুজব বলে নিশ্চিত করেছেন তার আত্মীয়স্বজন এবং স্থানীয় জনপ্রতিনিধি। এ ছাড়া সেফুদা নিজেও বৃহস্পতিবার (২৪ জুলাই) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে তার ব্যক্তিগত ফেসবুকে লাইভে এসে গুজবের বিষয়টি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।

জানা গেছে, সেফুদা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চেড়িয়াড়া গ্রামের মৃত হাজি আলী আকবরের ছেলে। সেফুদার বাবা তিনটি বিয়ে করেন। সব মিলিয়ে সেফুদার ভাইবোন ১৫ জনেরও বেশি।

লাইভে এসে তিনি বলেন, আমাদের সকলের প্রিয় সেফুদা ইন্তেকাল ফরমাইয়াছেন। একেবারে খাটি অপূর্ব সুন্দর, ইসলামিক ভাষা। এ ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে কিছু ফেসবুক-ইউটিউবাররা অনেক টাকা কামিয়েছে। আমার মৃত্যুর বিষয়টি গুজব এবং দেশের এক শ্রেণির নব্য রাজাকার ও আলবদররা এই ধরনের মিথ্যা প্রচার করছে। আমি সম্পূর্ণ সুস্থ আছি। আগের চেয়ে আরো ২০ বছর বয়স কমে গেছে।


তার চাচাত ভাই আবু সালেহ মো. সেলিম বলেন, আজকে আমার সঙ্গে তার কথা হয়নি। তবে বিকেলে তার ফুফাত ভাই ও ওয়ারুক বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী ইরানের সাথে কথা হয়েছে মোবাইলে। সেফুদা তাকে বলেছেন, গুজব ছড়িয়েছে জেনেই ফোন দিয়েছেন। পরে দুজনে কুশল বিনিময় করেন।

সংসারজীবনে সেফুদার এক সন্তান রয়েছে। স্বপ্নীল নামে ওই সন্তান থাকেন ফিনল্যান্ডে। তার স্ত্রী থাকেন ঢাকায়। প্রায় ৩৫ বছর আগে সেফুদা অস্ট্রিয়ার ভিয়েনায় পাড়ি জমান।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *