গণমঞ্চ নিউজ ডেস্ক –
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে হঠাৎ একটি গার্মেন্টস কারখানা বন্ধের ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। এতে নাবিস্কো ও তিব্বত মোড়ে যান চলাচল ৩ ঘণ্টারও বেশি সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। তাদের দাবি, কারখানা বন্ধের ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে সিদ্ধান্ত নিতে হবে, অথবা বন্ধ করা গার্মেন্টস পুনরায় খুলে দিতে হবে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা। পরে দুপুর দেড়টার দিকে শ্রমিককরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন সাংবাদিকদের জানান, “পশ” নামে একটি গার্মেন্টস কারখানা কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়। এতে বিক্ষুব্ধ শ্রশিকরা রাস্তা অবরোধ করেন। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।