তেজগাঁওয়ে আ. লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৯

গণমঞ্চ নিউজ ডেস্ক –

রাজধানীর তেজগাঁও এলাকায় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করায় ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল শুক্রবার বেলা ২টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় মিছিলটি হয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে। পরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মোট ৯ জন নেতাকর্মী গ্রেপ্তার করা হয়।

এর আগে ৩১ অগাস্ট ধানমন্ডির ২৭ নম্বর রোডে রাপা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শংকরের বাংলাদেশ আই হসপিটালের সামনের সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের। এরও আগে সপ্তাহখানেক আগেও গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়।

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *