তুরস্কের পশ্চিমে ভূমিকম্পে নিহত ১, আহত ডজনখানেক

গণমঞ্চ ডেস্ক-

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি (AFAD) জানিয়েছে, রবিবার পশ্চিমাঞ্চলীয় সিনদিরগি এলাকায় ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, এতে অন্তত একজন নিহত ও ডজনখানেক মানুষ আহত হয়েছেন।

দেশটির পশ্চিমের কয়েকটি শহর, যেমন ইস্তাম্বুল এবং পর্যটন নগরী ইজমিরেও কম্পন অনুভূত হয়েছে।

সিনদিরগি, যা ভূমিকম্পের উপকেন্দ্র, সেখানে সাংবাদিকদের তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, “৮১ বছর বয়সী একজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান।” তিনি আরও জানান, ২৯ জন আহত হয়েছেন, তবে গুরুতর নয়।

ভূমিকম্পে সিনদিরগি ও আশপাশে ১৬টি ভবন ধসে পড়েছে, যার মধ্যে চারটিতে মানুষ বসবাস করত। এর মধ্যে শহরের কেন্দ্রস্থলে তিনতলা একটি ভবনও রয়েছে।

তিনতলা ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। সেখানে ছয়জন বসবাস করতেন। নিহত ব্যক্তিও সেখানে ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন, পরে তাকে উদ্ধার করা হলেও তিনি মারা যান।

এর আগে সিনদিরগির মেয়র সেরকান সাক তুর্কি বেসরকারি টিভি চ্যানেল এনটিভিকে জানান, “চারজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।” আরও দুজনকে উদ্ধারের কাজ চলছিল বলে তিনি জানান।

এএফএডি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় ৩১৯ জন উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।

ভূমিকম্পটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে আঘাত হানে, এরপর প্রায় ২০টি আফটারশক অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩.৫ থেকে ৪.৬-এর মধ্যে।

তুরস্ক কয়েকটি ভূতাত্ত্বিক ফল্ট লাইনের ওপর অবস্থিত, যা অতীতে দেশটিতে ভয়াবহ ভূমিকম্পের কারণ হয়েছে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক ভূমিকম্পে অন্তত ৫৩ হাজার মানুষ নিহত হয় এবং প্রাচীন অ্যান্টিওক শহরের স্থলাভিষিক্ত আন্তাকিয়া ধ্বংসস্তূপে পরিণত হয়।

চলতি বছরের জুলাইয়ের শুরুর দিকে একই অঞ্চলে ৫.৮ মাত্রার ভূমিকম্পে একজন নিহত ও ৬৯ জন আহত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *