বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন।
শুক্রবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশনের (ড্যাব) জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
চিকিৎসকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। একদিকে আপনারা মানুষের সেবা করছেন, অন্যদিকে দেশের ভবিষ্যৎ গড়ে তুলবেন। স্বাস্থ্যনীতিসহ নীতি প্রণয়নে রাজনৈতিক নেতৃত্বকে সহায়তা করবেন।”
তিনি বলেন, দেশে শুধু গণতান্ত্রিক ব্যবস্থা ও ভোটাধিকার নয়, স্বাস্থ্য ও খাদ্যসহ সব মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রয়োজন।
চিকিৎসা সেবার বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, “দেশের চিকিৎসকেরা উপমহাদেশের সেরা; সমস্যা হচ্ছে ব্যবস্থায়। পারস্পরিক জবাবদিহিতার সংস্কৃতি আমাদের ধ্বংস করে দিয়েছে।”
তিনি আরও বলেন, তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা প্রস্তাব দেশের স্বাস্থ্য খাতসহ অন্যান্য ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম।
“আমাদের দায়িত্ব শুধু ভোটাধিকার নিশ্চিত করা নয়, স্বাস্থ্যসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করা,” বলেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি স্বল্পমেয়াদি (১-৩ বছর), মধ্যমেয়াদি (১-৫ বছর) ও দীর্ঘমেয়াদি কৌশলসহ দলের ৩১ দফা স্বাস্থ্যখাতের প্রস্তাবনা উপস্থাপন করেছিল।