তারকাবিহীন ‘সাইয়ারা’ তিন দিনে আয় করল ১১৬ কোটি

নতুন দুই মুখকে নিয়ে মোহিত সুরি পরিচালিত রোমান্টিক ছবি ‘সাইয়ারা’ রীতিমতো ঝড় তুলেছে বক্স অফিসে। কেউ কেউ তো একে বলেই বসেছেন ‘আশিকি’র আধুনিক উত্তরসূরী। চোখ বন্ধ করে এর নাম ‘আশিকি ৩’ দিলেও মন্দ হতো না! তবে কপিরাইট নিয়ে জটিলতা তৈরি হতে পারত বটে।

এবার এক নজরে দেখে নেওয়া যাক সিনেমাটির বক্স অফিস রিপোর্ট।

বিনোদন বাণিজ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান ‘স্যাকনিল্ক’র হিসাব অনুযায়ী, রোববার (২০ জুলাই) ছিল ‘সাইয়ারা’র সবচেয়ে সফল দিন। মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে ২১ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২৫ কোটি এবং তৃতীয় দিনে সর্বোচ্চ ৩৭ কোটি রুপি। সবমিলিয়ে প্রথম তিন দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৮৩ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৬ কোটি টাকারও বেশি।

বড় শহরের পাশাপাশি ছোট শহরগুলোতেও ‘সাইয়ারা’র শো হাউসফুল যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। হিন্দি ভাষার ছবি হিসেবে রবিবার সিনেমাটির দখল ছিল ৭১ দশমিক ১৮ শতাংশ, যা চলতি বছরে বলিউডে দ্বিতীয় সর্বোচ্চ।

এই সাফল্যের পেছনে অন্যতম চমক- একেবারেই নতুন দুই মুখ আহান পাণ্ডে ও অনীত পড্ডা। যশরাজ ফিল্মসের ব্যানারে তৈরি এই ছবি ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর থেকেই দর্শকের ভালোবাসায় ভাসছে ‘সাইয়ারা’।

শুধু তাই নয়, প্রথম তিন দিনের আয়ে ‘সাইয়ারা’ ছাপিয়ে গেছে শহিদ কাপুরের ‘কবির সিং’-এর রেকর্ডও। যেখানে ‘কবির সিং’ প্রথম তিন দিনে আয় করেছিল ৭০.৮৩ কোটি রুপি, সেখানে ‘সাইয়ারা’র সংগ্রহ ইতোমধ্যে ৮৩ কোটিতে পৌঁছেছে।

যেভাবে ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ বেড়েই চলেছে, তাতে করে বাকি সপ্তাহেও ভালো ব্যবসা করবে বলেই মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, সামনে আর কোন কোন সিনেমার রেকর্ড ভাঙে নবাগতদের এই চমকপ্রদ অভিষেক!

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *