ঢাবিতে মেয়েদের জন্য শিবিরের সেনেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে সেনেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে রোববার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনই আমাদের অগ্রাধিকার। আমরা এই মেশিন অনেক আগেই প্রস্তুত করে রেখেছি। ডাকসু নির্বাচনের আচরণবিধি ভঙ্গ হওয়ার আশঙ্কায় আমরা এতদিন তা স্থাপন করিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মুহাঃ মহিউদ্দীন খান বলেন, আমরা ছাত্ররাজনীতির আমূল পরিবর্তন চাই। আমরা শিক্ষার্থীবান্ধব রাজনীতি করতে চাই। এর আগেও আমরা শিক্ষার্থীদের স্বার্থে প্রতিটি হলে ঠান্ডা পানির ফিল্টার স্থাপন করেছি। এভাবে সবসময় শিক্ষার্থীদের পাশে থাকাই আমাদের অঙ্গীকার।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক কাজী আশিক বলেন, আমরা আমাদেরসক্ষমতার আলোকে শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই। আমাদের স্বল্প সক্ষমতায় এই ভেন্ডিং মেশিন দিচ্ছি। আমরা সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে গেছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের যেকোন প্রয়োজনে পাশে থাকতে আমরা সদা প্রস্তুত।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে শিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এই প্যানেলের প্রার্থীরা ডাকসুর ভিপি, জিএস, এজিএসসহ ২৮ পদের ২৩টিতেই জয়লাভ করে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *