গণমঞ্চ নিউজ ডেস্ক –
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিঞা জানান, ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠে যায়। এতে ওই বাসের পাঁচজন আহত হন। এর পরপরই পেছন থেকে আসা তিনটি বাস দ্রুতগতিতে ধাক্কা দিলে ধারাবাহিক সংঘর্ষে আরও ২০ জন গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। সংঘর্ষে চারটি বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর আতঙ্কিত যাত্রীদের চিৎকারে পুরো এলাকা স্তব্ধ হয়ে পড়ে।
দুর্ঘটনার কারণে ঢাকামুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে।
পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতিই এ দুর্ঘটনার মূল কারণ। বিশেষজ্ঞরা বলছেন, বেপরোয়া গতি ও চালকদের অসতর্কতা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।