নাজমুল হোসেন ঢাকা থেকে
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জুলাই মাসের মূল্যায়নে গুলশান থানা শ্রেষ্ঠ থানা হিসেবে স্বীকৃতি পেয়েছে। একই সঙ্গে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমানকে ডিএমপির শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়েছে।
গুলশান বিভাগের কমিশনার মহোদয়ের হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ওসি মোঃ হাফিজুর রহমান। সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেই তাঁর নেতৃত্বে গুলশান থানায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জনসেবা ও তৎপরতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়।
গুলশান থানা পুলিশের কর্মকর্তারা জানান, ওসি হাফিজুর রহমানের নেতৃত্বে এলাকাবাসীর আস্থা বৃদ্ধি, দ্রুত অপরাধ দমন এবং কার্যকর কমিউনিটি পুলিশিং কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে। এই সম্মাননা পুরো গুলশান থানা পুলিশ বাহিনীকে আরও উৎসাহিত করবে।
ডিএমপি সূত্রে জানা যায়, প্রতিমাসের কার্যক্রম ও সাফল্যের ভিত্তিতে শ্রেষ্ঠ থানা ও কর্মকর্তাদের বাছাই করা হয়। জুলাই মাসের মূল্যায়নে গুলশান থানা সবার শীর্ষে অবস্থান করে।