ডিএমটিসিএল নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

গণমঞ্চ ডেস্ক

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অধীন প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৩ আগস্ট) রাতে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসসি ইঞ্জিনিয়ারদের ‘অযৌক্তিক’ রিটের কারণে ডিএমটিসিএলের সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে। পাশাপাশি, দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদ উন্মুক্ত করার দাবিতে ও ষড়যন্ত্রের প্রতিবাদে দেশের সব পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাসের দক্ষিণ গেইটে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল পালন করবে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *