ডাকাতি ঠেকাতে বানানো পুলিশ চেকপোস্টের টিন খুলে নিয়ে গেলো চোর

গণমঞ্চ ডেস্ক

গাজীপুর জেলার সীমান্তবর্তী রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে ডগরী যাওয়ার আঞ্চলিক সড়কে অবস্থিত জয়দেবপুর থানার রাত্রিকালীন পুলিশ চেকপোস্টের টিন চুরি হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোরে চোরচক্র এই টিন নিয়ে গেছে।

এলাকাবাসী অভিযোগ করেছেন, সড়টিতে কয়েকটি পোশাক কারখানা থাকায় হাজার হাজার শ্রমিক রাতদিন চলাচল করেন। অতীতে রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনার পর থানা কর্তৃপক্ষ চেকপোস্ট বসায়। তবে প্রথম কিছুদিন পুলিশকে চেকপোস্টে উপস্থিত দেখা গেলেও পরে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হয়নি। এলাকাবাসীর মতে, পুলিশের এই অবহেলার সুযোগ নিয়েই চোরচক্র টিন নিয়ে গেছে।

পোশাক শ্রমিক আল আমিন বলেন, ‘এলাকাটি ঘন জঙ্গলে ঘেরা। রাতে বাসায় ফেরার সময় ঝোপঝাড়ে লুকিয়ে থাকা চোর-ছিনতাইকারীরা চাকু বা দা দেখিয়ে সর্বস্ব লুটে নেয়। বিশেষ করে বেতন প্রদানের সময় ছিনতাই বেশি হয়ে থাকে। পুলিশ নিজেদের চেকপোস্টের টিন রক্ষা করতে পারেনি, সেখানে আমাদের নিরাপত্তা কীভাবে সম্ভব?’

ইজিবাইক চালক আসাদুল জানান, এ রাস্তায় গাছ কেটে গাড়ির সামনে ফেলে টাকা-পয়সা ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ চেকপোস্ট দেওয়ার পরও কয়েকদিন পরপর ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ যদি নিয়মিত রাতে চেকপোস্ট পরিচালনা করত, জনগণের নিরাপত্তা নিশ্চিত হতো এবং টিনও রক্ষা করা যেত।

স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম বলেন, বেশ কিছু ডাকাতির ঘটনার পর জয়দেবপুর থানার তৎকালীন ওসি ও সার্কেল কর্মকর্তাকে নিয়ে এলাকাবাসী চেকপোস্টের দাবি জানায়। পরে থানা পুলিশের অনুমতিক্রমে যুবসমাজের সহায়তায় চেকপোস্ট স্থাপন করা হয়। তবে রাতের এই ঘটনার মাধ্যমে টিন চুরি হওয়াটা দুঃখজনক।

জয়দেবপুর থানার সদর সার্কেল লিপি রানী সিনহার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *