”ডাকসু নির্বাচনে” ২৮ পদের বিপরীতে মনোনয়ন ফরম বিক্রি ৫৬৫টি

গণমঞ্চ নিউজ ডেস্ক-

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ২৮টি পদের বিপরীতে মোট ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। আজ মঙ্গলবার বিতরণের শেষ দিন ৪৪৯টি ফরম বিক্রি করা হয়। তবে কোন পদে কতটি ফরম বিক্রি হয়েছে তা জানাতে পারেননি তিনি। মনোনয়ন ফরম ৩০০ টাকা নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন।

আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বলেন, নির্বাচনে অংশ নিতে মোট ৫৬৫টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিতরণের শেষ দিন ৪৪২টি ফরম দেওয়া হয়েছে।

অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আগামীকাল মঙ্গলবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। জমা দেওয়ার পর বলা যাবে কোন পদে কতটি ফরম বিক্রি হয়েছে। কেননা ফরম জমা দেওয়ার সময় সংশ্লিষ্ট প্রার্থী কোন পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন সেখানে তা উল্লেখ থাকবে।

ডাকসুর তফসিল অনুযায়ী, ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহের সময় ছিল। আর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট বেলা তিনটা। যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট বেলা একটার সময় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

সংশোধনী:
বিকেল সাড়ে ৫টার দিকে মোট ৫২১টি মনোনয়ন ফরম বিক্রির কথা বলেছিলেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের পুনরায় ফরম গণনার জন্য আরেকটু সময় চান। পরে ৬টার দিকে মোট ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে বলে জানান তিনি। ফলে এই প্রতিবেদনে সংখ্যাটি সংশোধন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *