ডাকসু নির্বাচনে কে কোন পদে জয়ী হলেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল আজ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভিপি, জিএস ও এজিএসসহ ডাকসুর মোট পদ সংখ্যা ২৮টি। এর মধ্যে সম্পাদকীয় পদ ১২টি, যেখানে ৯টিতে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বাকি তিনটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

২৮টি পদের মধ্যে ১৩টি সদস্যপদ।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার পর সিনেট ভবনে চূড়ান্ত ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (চিফ রিটার্নিং কর্মকর্তা) মো. জসীম উদ্দিন।

কে কোন পদে জয়ী হয়েছেন তা নিচে দেওয়া হলো—

  • সহসভাপতি (ভিপি): ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম।
  • সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ।
  • সহ-সাধারণ সম্পাদক (এজিএস): মহিউদ্দীন খান।
  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা।
  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার।
  • কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা।
  • আন্তর্জাতিক সম্পাদক: জসীমউদ্দিন খান।
  • সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র)।
  • ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম।
  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এম এম আল মিনহাজ।
  • মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক: মো. জাকারিয়া।
  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র)।
  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র)।
  • ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন।
  • ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *