গণমঞ্চ নিউজ ডেস্ক –
রাশিয়ার আগ্রাসন বন্ধে আলোচনার জন্য আগামী সোমবার (১৮ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
শনিবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ‘শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলকভাবে কাজ করতে ইউক্রেন আবারও প্রস্তুত। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত ইউক্রেন-মার্কিন যুক্তরাষ্ট্র-রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠককে সমর্থন করছি।’
তিনি আরও বলেন, আলোচনার প্রক্রিয়ায় ইউরোপকেও অন্তর্ভুক্ত করা উচিত।
আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ সময় ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ন্যাটো ও ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন।
হোয়াইট হাউসের বরাতে জানানো হয়েছে, ওয়াশিংটনে ফেরার পথে ট্রাম্প ফোনে জেলেনস্কি ও মিত্র দেশগুলোর নেতাদের সঙ্গে আলাপ করেন। শনিবার ভোরে তিনি ওয়াশিংটনে পৌঁছান।
জেলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে তার ফোনালাপ ছিল ‘দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ’, যা চলে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে।
বহুল প্রতীক্ষিত ট্রাম্প-পুতিন বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধ বা সমাধান নিয়ে কোনো চুক্তি হয়নি। তবে দুই নেতা আলোচনাকে ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেছেন।
অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ এক সূত্রের বরাতে জানিয়েছেন, ফোনালাপে ট্রাম্প ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতিতে আগ্রহী নন; তিনি একটি পূর্ণাঙ্গ চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ করতে চান।
সূত্রের উদ্ধৃতি দিয়ে রাভিদ আরও জানান, ট্রাম্প বলেছেন, ‘আমি মনে করি দ্রুত শান্তিচুক্তি যুদ্ধবিরতির চেয়ে ভালো।’
ফোনালাপে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন, ন্যাটো মহাসচিব মার্ক রুটে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানি, ফিনল্যান্ড, পোল্যান্ড, ইতালি ও যুক্তরাজ্যের নেতারা যোগ দেন।