গণমঞ্চ নিউজ ডেস্ক –
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মিচেল স্টার্ক। আসন্ন ব্যস্ত টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে অগ্রাধিকার দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন অস্ট্রেলিয়ার এই তারকা পেসার।
অবসরের বার্তায় ৩৫ বছর বয়সী স্টার্ক লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট আমার কাছে সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ আমি উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ বিশ্বকাপ। আর সেবার শুধু শিরোপা জিতেছি বলে উপভোগ করেছি তা নয়, বরং অসাধারণ সতীর্থ আর দারুণ স্মৃতিগুলোর জন্যও উপভোগ্য ছিল।’
২০১২ সালে অভিষেক হওয়া স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ৬৫টি ম্যাচ, নিয়েছেন ৭৯টি উইকেট। জাতীয় দলে অ্যাডাম জাম্পার পর তিনিই অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ টি-টোয়েন্টি উইকেটশিকারি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০২২ সালে ২০ রানে ৪ উইকেট তার টি–টোয়েন্টি ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। ২০২১ সালে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।
২০২৬ সালের মাঝামাঝি সময় থেকে টেস্ট ক্রিকেটে ব্যস্ত সময় কাটাবে অস্ট্রেলিয়া। এর মধ্যে আছে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ, দক্ষিণ আফ্রিকা সফর, নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজ। এরপর ২০২৭ সালের জানুয়ারিতে ভারতের মাটিতে পাঁচ টেস্ট, মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটের ১৫০তম বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ টেস্টও খেলবে অস্ট্রেলিয়া।
২০২৭ সালের মাঝামাঝিতে অ্যাশেজ সিরিজ আছে। একই বছর হবে ওয়ানডে বিশ্বকাপও। এসব উল্লেখ করে অবসর নিয়ে স্টার্ক বলেছেন, ‘২০২৭ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ, অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নিজেকে ফিট রেখে সেরা ছন্দে রাখতে আমি মনে করি এটাই আমার জন্য সেরা সিদ্ধান্ত। একই সঙ্গে এটি আমাদের বোলিং গ্রুপকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যথেষ্ট প্রস্তুতির সুযোগ দেবে।’
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি স্টার্কের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। তিনি বলেন, ‘স্টার্ক যে অবদান রেখে গেছেন, অস্ট্রেলিয়া ক্রিকেট তা কখনো ভুলবে না। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগে স্টার্ক খেলা চালিয়ে যাবেন।