টিকেট কাউন্টার ভাঙচুরের ঘটনায় স্থবির ময়মনসিংহ অঞ্চলের বাস চলাচল

ময়মনসিংহ নগরীর মাসকান্দা আন্তঃজেলা বাস টার্মিনালে ইউনাইটেড পরিবহনের টিকেট কাউন্টারে হঠাৎ হামলা ও ভাঙচুর চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। দুপুরে মোটরসাইকেলযোগে আসা প্রায় অর্ধশতাধিক যুবক এই ভাঙচুরের ঘটনা ঘটায়। হামলার পর থেকেই কাউন্টার বন্ধ হয়ে যায় এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার জেরে দুপুর থেকে ঢাকাগামী ইউনাইটেড ও সৌখিন পরিবহনসহ মাসকান্দা টার্মিনাল থেকে কোনো বাস ছাড়ছে না। বিকাল ৪টা থেকে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইলসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সব রুটে বাস চলাচলও বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার যাত্রীরা পড়েছেন মারাত্মক দুর্ভোগে।

বাস চলাচল কেন বন্ধ হলো কিংবা কারা এর পেছনে রয়েছে—এ বিষয়ে মালিক কিংবা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলমের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

গণমাধ্যম বরাতে জানা যায় জেলা পুলিশ সুপার আখতার উল আলম জানিয়েছেন, বিষয়টি নিয়ে মোটর মালিক সমিতির সঙ্গে আলোচনা হয়েছে। তাদের দাবি, বাস বন্ধের সিদ্ধান্ত এসেছে ঢাকা মহাখালী মালিক সমিতির পক্ষ থেকে।

তিনি আরও জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে প্রশাসনের পাশাপাশি মালিক-শ্রমিক সংগঠনের নেতারাও উপস্থিত থাকবেন। যাত্রীদের ভোগান্তি নিরসনে দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *