মোঃশাহানজিদ উদ্দিন সোহান, ঝিনাইদহ জেলা প্রতিনিধি,
ঝিনাইদহ জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা জুন-২০২৫ এর মাঠপর্যায়ের কার্যক্রম সাফলভাবে শেষ হয়েছে। গত ১০ আগস্ট শুরু হয়ে মঙ্গলবার (১২ আগস্ট) জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয় মাঠপর্বের শেষ দিনের কার্যক্রম।
মাঠ পর্বের এ কার্যক্রমে নেতৃত্ব দেন নিয়োগ বোর্ডের সভাপতি ও ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম । তার প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং কঠোর মনিটরিংয়ের ফলে পুরো প্রক্রিয়া সুষ্ঠু, স্বচ্ছ ও সম্পূর্ণ নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।
উক্ত কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম,পুলিশ সুপার এআইজি (এনসিবি),পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, জনাব মো: জসিম উদ্দিন পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (ওয়েল ফেয়ার ট্রাস্ট ),পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা,জনাব মো: ফয়সাল মাহমুদ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কুষ্টিয়া, জনাব মো: আহসান হাবীব,অতিরিক্ত পুলিশ সুপার,ক সার্কেল, যশোর, জনাব ডা: মো: অলিউর রহমান, সিভিল সার্জন অফিস, ঝিনাইদহ, জনাব ডা: মালিয়া সুলতানা আইভী, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তার কার্যালয়, সদর ঝিনাইদহ, জনাব ডা: মো: সোহানুর রহমান,মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, ঝিনাইদহ।
চূড়ান্ত দিনের ব্রিফিংয়ে পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে দিকনির্দেশনা দেন এবং সতর্ক করে বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো দালাল, অনৈতিক প্রলোভন বা আর্থিক লেনদেনের ফাঁদে যেন কেউ জড়িয়ে না পড়ে। তিনি দৃঢ়ভাবে আশ্বস্ত করেন, সম্পূর্ণ যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে; অনিয়মে জড়িত কাউকে কোনো অবস্থাতেই নিয়োগ দেওয়া হবে না।