টাকার বিনিময়ে মুজিবকে নিয়ে সেলিব্রেটিদের পোস্ট : ব্যাংক স্টেটমেন্টটি ভুয়া

গণমঞ্চ ডেস্ক নিউজ

অভিনেত্রী মেহের আফরোজ শাওনের কথিত ব্যাংক অ্যাকাউন্ট থেকে নয়জনকে টাকা দেওয়ার দাবি করে একটি ব্যাংক স্টেটমেন্ট সদৃশ কাগজের কপি শুক্রবার (১৫ আগস্ট) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই দাবি করেছেন, ১৫ আগস্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমানকে নিয়ে পোস্ট দেওয়ার বিনিময়ে এসব অর্থ দেওয়া হয়েছে।

তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত ব্যাংক স্টেটমেন্টটি সম্পূর্ণ ভুয়া। শনিবার (১৬ আগস্ট) এ সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

তাদের অনুসন্ধানে উঠে এসেছে, কথিত ১৩ ডিজিটের (1223767545676) অ্যাকাউন্ট নম্বরটির অস্তিত্বই নেই। ব্যাংকের একাধিক গ্রাহক ও কর্মকর্তার মাধ্যমে বিষয়টি যাচাই করে নিশ্চিত হওয়া গেছে।

এছাড়া, কথিত এই স্টেটমেন্টে টাকা পাঠানো অর্থাৎ, বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের নামও উল্লেখ দেখা যাচ্ছে। এমনকি ব্র্যাকেটের মাধ্যমে তাদের একাধিক নামও উল্লেখ দেখা যাচ্ছে যা কিছুটা অস্বাভাবিক। তবে ব্যাংকটির প্রচলিত স্টেটমেন্টের কপি যাচাই করে দেখা যায়, সেখানে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের নাম বা অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ থাকে না।

আরও দেখা গেছে, অনলাইনে পাওয়া টেমপ্লেটের ওপর ভিন্ন ভিন্ন ব্যাংকের লোগো বসিয়ে স্টেটমেন্ট বানানোর নজির রয়েছে। প্রচারিত কপিটিও তেমন একটি ভুয়া টেমপ্লেট ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সব মিলিয়ে রিউমার স্ক্যানার নিশ্চিত করেছে, ১৫ই আগস্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্টের জন্য অভিনেত্রী শাওন কর্তৃক সেলিব্রেটিদের টাকা দেওয়া সংক্রান্ত দাবিতে যে ব্যাংক স্টেটমেন্টের ছবিটি প্রচার করা হচ্ছে তা ভুয়া।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *