গণমঞ্চ ডেস্ক নিউজ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রায় ১০ লাখ শিশুকে বিনামূল্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেওয়া হবে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের এক ডোজ করে টিকা দেওয়া হবে। দুই ধাপে পরিচালিত এই কার্যক্রমে প্রথম ধাপে (১২-৩১ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে (১-১৩ নভেম্বর) অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে কমিউনিটি ও প্রান্তিক এলাকার শিশুদের টিকা দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ড কার্যালয়ের স্থায়ী কেন্দ্রে ক্যাম্পেইন চলাকালে টিকা নেওয়ার সুযোগ থাকবে।
এ তথ্য জানানো হয় বৃহস্পতিবার (২৮ আগস্ট) নগরভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত সিটি করপোরেশন পর্যায়ের এক অ্যাডভোকেসি সভায়। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।