ঝিনাইদহে ভাঙচুর মামলায় আ.লীগের তিন হেভিওয়েট নেতা হাজতে!”

নাজমুল এইচ খান, শৈলকুপা (ঝিনাইদহ) থেকে

ঝিনাইদহে পুরনো ভাঙচুর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জেল হাজতে গেলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন প্রভাবশালী নেতা। এ ঘটনায় পুরো জেলার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে আলোড়ন।

কারা গেলেন কারাগারে?

আত্মসমর্পণকারী নেতারা হলেন—

রানা হামিদ: ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক
জাহাঙ্গীর হোসাইন: হরিণাকুন্ডু উপজেলার সাবেক চেয়ারম্যান
রাকিবুল হাসান রাসেল: রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তাঁরা একযোগে ঝিনাইদহের জুডিশিয়াল আমলী আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। আদালত শুনানি শেষে তাঁদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার পটভূমি

২০২৪ সালের ৪ আগস্ট ঝিনাইদহ শহরের বিএনপি কার্যালয়, স্থানীয় বিরোধীদলীয় নেতাদের বাসা-বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-সহ একাধিক সহিংসতার ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়। প্রায় এক বছরেরও বেশি সময় আইনি প্রক্রিয়া এড়ানোর চেষ্টা করলেও শেষমেশ আদালতের কাছে আত্মসমর্পণের পথ বেছে নেন এই নেতারা।

রাজনৈতিক প্রতিক্রিয়া

ঘটনাটি নিয়ে ঝিনাইদহে রাজনৈতিক মহলে চলছে ব্যাপক আলোচনা। বিরোধী দল বলছে—“ন্যায়বিচারের প্রাথমিক ধাপ শুরু হলো।” অপরদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সামনে কী?

প্রভাবশালী এই তিন নেতার কারাগারে যাওয়া তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। স্থানীয় পর্যায়ে তাঁদের শূন্যতা নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে কিনা, সেটিই এখন সবার নজরে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *