মোঃশাহানজিদ উদ্দিন সোহান, ঝিনাইদহ থেকে
জমি, কর্মসংস্থান ও শিক্ষাসহ আদিবাসী দাবি উত্থাপন আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় সার্বিক সহায়তা ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান
ঝিনাইদহে বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। আজ ৯ আগস্ট বিকাল ৩টায় পায়রা চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন শ্রী অসিত কুমার বিশ্বাস, সভাপতি, বাংলাদেশ আদিবাসী ফোরাম, ঝিনাইদহ জেলা শাখা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট এম এ মজিদ, জেলা বিএনপি সভাপতি। প্রধান বক্তা ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক, পদ্মা সমাজ কল্যাণ সংস্থা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব মোঃ আব্দুর রউফ, যুগ্ম আহ্বায়ক, ঝিনাইদহ জেলা কৃষক দল,
শ্রী মিলন কুমার ঘোষ, আহ্বায়ক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, ঝিনাইদহ জেলা শাখা,
শ্রী সমীর কুমার হালদার, সদস্য সচিব, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, ঝিনাইদহ জেলা শাখা,
শ্রী তপন কুমার বিশ্বাস, আহ্বায়ক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, ঝিনাইদহ জেলা শাখা,
শ্রী প্রহল্লাদ সরকার, সদস্য সচিব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, ঝিনাইদহ জেলা শাখা,
শ্রী বলাই কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম, ঝিনাইদহ জেলা শাখা,
শ্রী সমির কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম, ঝিনাইদহ জেলা শাখা,
শ্রী সুশিল কুমার বিশ্বাস, সভাপতি, বাংলাদেশ আদিবাসী ফোরাম, সদর উপজেলা শাখা,
শ্রী কৃষ্ণ কুমার রায়, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম, সদর উপজেলা শাখা,
শ্রী স্বপন কুমার বিশ্বাস, সাংগঠনিক ও শিক্ষা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম, ঝিনাইদহ জেলা শাখা,
শ্রী সঞ্জয় কুমার মালী, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম, সদর উপজেলা শাখা।
সঞ্চালনা করেন শ্রী নীল কান্ত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম, ঝিনাইদহ জেলা শাখা।
আলোচনাকালে বক্তারা আদিবাসীদের জমি, কর্মসংস্থান ও শিক্ষাসহ সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গুরুত্ব সহকারে দাবি জানান। বক্তারা বিশেষভাবে ভূমিহীন আদিবাসীদের জন্য জমি বরাদ্দ এবং আদিবাসী কোটার মাধ্যমে সরকারি-বেসরকারি চাকরিতে সুযোগ সৃষ্টি করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, আদিবাসীদের সার্বিক উন্নয়ন ও মর্যাদা রক্ষার জন্য এই দাবিগুলো বাস্তবায়ন জরুরি এবং তা দ্রুত বাস্তবায়ন না হলে আদিবাসীদের উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
আয়োজকরা বলেন, আন্তর্জাতিক আদিবাসী দিবস শুধু উৎসব নয়, এটি তাদের অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক ন্যায়ের জন্য সচেতনতা বৃদ্ধির দিন।