ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদ আমলে মানবাধিকার লঙ্ঘন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃশাহানজিদ উদ্দিন সোহান, ঝিনাইদহ থেকে

আওয়ামী ফ্যাসিবাদ আমলে মানবাধিকার লঙ্ঘন নিয়ে ঝিনাইদহে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে শহরের আলহেরা বাইপাস এলাকার জেলা জামায়াত কার্যালয়ে এ সভার আয়োজন করে শহর ও জেলা শিবির।

সভায় উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় মানবাধিকারা বিষয়ক সম্পাদক সিফাত উল আলম, জেলা জামায়াতের আমীর ঝিনাইদহ ২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আযম মো. আবু বকর, জেলা শিবির সভাপতি আরিফ হোসেন, সেক্রেটারি ওবাইদুর রহমানসহ গুম ও কারাভোগী নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী সরকারের সময় মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে। তারা বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর পুলিশি নির্যাতন, গুম করে মাসের পর মাস অমানবিক আচরণ এবং ক্রসফায়ারের নামে শিবিরের নেতাদের হত্যার ঘটনা বারবার ঘটেছে।

বক্তারা এসব অপরাধের সাথে জড়িত পুলিশ সদস্যসহ সকলকে বিচারের আওতায় আনার দাবী জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাইদহ শহর শাখা ও জেলা শাখার সেক্রেটারি পারভেজ ও ওবাইদুর রহমান।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *