জুলাইয়ের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরানকে

গণমঞ্চ নিউজ ডেস্ক –

রাজধানীর মোহাম্মদপুরে জুলাই আন্দোলনের সময় অটোরিকশা চালক মো. রনি হত্যা মামলায় আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. নাজমুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পর বিচারক তাকে গ্রেপ্তার দেখান।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই মোহাম্মদপুরের নূরজাহান রোডে প্রাইমারি স্কুলের সামনে গুলিবিদ্ধ হন অটোরিকশা চালক মো. রনি। পরে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনায় রনির মা মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ৩ মার্চ সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন মোহাম্মদপুর থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। তখন থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *