জামালপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

গণমঞ্চ ডেস্ক নিউজ

জামালপুরে ভুল চিকিৎসায় জোনাকি আক্তার (১৮) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠেছে।পরিবারের অভিযোগ, সিজার অপারেশনের পর অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন ওই গৃহবধূ।

নিহতের পরিবারের অভিযোগ, জামালপুর সদর উপজেলার বিয়ারা পলাশতলা এলাকার রাকিবুল ইসলামের স্ত্রী জোনাকি আক্তার (১৮) গত মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় প্রসব ব্যাথা শুরু হয়। প্রসূতি জোনাকি আক্তার ওই রাতেই পুরোপুরি সুস্থ অবস্থায় জামালপুর শহরের নিউ কলেজ রোড কাচারীপাড়া এলাকার বেসরকারি হাসপাতাল লাইফ কেয়ার হসপিটালে ভর্তি করা হয়। রাত ২টার দিকে প্রসূতি জোনাকি আক্তার পায়ে হেঁটে ওপারেশন থিয়েটারে প্রবেশ করেন। পরে হাপাতালের ডা. জান্নাতুল ফেরদৌস রুপালী (সিজার) অপারেশন করেন। অপারেশনের পরপরই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। ওই অবস্থায় রোগীকে পাঠিয়ে দেয়া হয় জামালপুর জেনারেল হাসপাতালে।

লাইফ কেয়ার হসপিটল কর্তৃপক্ষ জানায়, অপারেশনের পর জোনাকির শরীরে তীব্র রক্তক্ষরণ শুরু হয়, যা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পরদিন তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

নিহত গৃহবধূ জোনাকির বোন জামাই জাকিরুল ইসলাম অভিযোগ করে জানান, ডা. রুপালী ও তার সহযোগীদের ভুল অপারেশন কারণেই অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তার ভাষ্য, সুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, লাশ নিয়ে বাড়ি ফিরছি। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

এদিকে, জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক ঘটনার শুনার পর লাইফ কেয়ার হসপিটালে যান এবং ওই রোগীর চিকিৎসা ফাইল নিয়ে আসেন। তিনি জানান, তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে লাইফ কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তারা এ ব্যাপারে ফোনে কথা না বলে সরাসরি হাসপাতালে যেতে বলেন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *