জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ও পাক প্রধানমন্ত্রীর বৈঠক 

গণমঞ্চ নিউজ ডেস্ক –

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ (২৫ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে ‘চিফ অ্যাডভাইজার জিওবি’ পেজে শেয়ার করা এক পোস্টে জানানো হয়, বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানানো হয়নি।

গত সোমবার নিউইয়র্কে পৌঁছানোর পর থেকে ড. ইউনূস জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন।

আগামী ২৬ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। ভাষণে তিনি আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের অঙ্গীকারের কথা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

বিভিন্ন বৈঠকে ড. ইউনূস বিশ্বনেতাদের সঙ্গে বিশদে মতবিনিময় করেন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক সংহতির বিষয়ে বাংলাদেশের রূপকল্প তুলে ধরেন।

সাধারণ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গেও বৈঠক করেন।

এর আগে মঙ্গলবার নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

ট্রাম্পের আমন্ত্রণেই ড. ইউনূস অনুষ্ঠানে যোগ দেন। মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেসহ বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের জানান, ড. ইউনূস মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *