গণমঞ্চ নিউজ ডেস্ক –
শরীয়তপুরের জাজিরা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ চান মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ডুবিসায়বর কাজিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
চান মিয়া মৃত ইসমাইলের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদকের কারবার চালিয়ে আসছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তার বিরুদ্ধে আগেও একাধিকবার মাদক বেচাকেনার অভিযোগ উঠলেও আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে তিনি দীর্ঘদিন ধরে থেকে যাচ্ছিলেন ধরাছোঁয়ার বাইরে। অবশেষে পুলিশের অভিযানে ধরা পড়েন তিনি।
অভিযান পরিচালনা করেন জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস সালামের নেতৃত্বে উপ-পরিদর্শক মালমগীর ও রামকৃষ্ণ দাস। এ সময় চান মিয়ার কাছ থেকে জব্দ করা হয় ৫ কেজি গাঁজা।
স্থানীয়রা জানান, চান মিয়া গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন পুলিশ এ ধরনের অভিযান আরও জোরদার করবে।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযানের অংশ হিসেবে চান মিয়াকে গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে অভিযান আরও জোরদার করা হবে এবং চান মিয়ার সঙ্গে জড়িত অন্যদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে।