জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

গণমঞ্চ নিউজ ডেস্ক –

প্রায় তিন দশক পর ফের অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত।

দীর্ঘ বিরতির পর নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। 

এই নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে লড়ছেন ১৭৭ প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে আছেন ৮ জন। আগে ১৪টি পদ থাকলেও গঠনতন্ত্র সংশোধন করে তা বাড়িয়ে করা হয়েছে ২৫টি। এর মধ্যে ছাত্রীদের জন্য রাখা হয়েছে ৬টি সংরক্ষিত পদ, যাতে নেতৃত্বে তাদের অংশগ্রহণ আরও বাড়ে।

ভোটে অংশ নিচ্ছে ক্যাম্পাসের সক্রিয় প্রায় সব সংগঠন। নিরাপত্তার জন্য সেনাবাহিনীকে রাখা হয়েছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এক ব্রিফিং-এ জানিয়েছেন, নির্বাচন নির্বিঘ্ন করতে পুলিশ, আনসার, বিজিবি ও সেনাসহ সব বাহিনীই মাঠে থাকবে। প্রয়োজনে সেনারা ক্যাম্পাসে প্রবেশ করে দায়িত্ব পালন করবে।

ভোট গণনায় ব্যবহার করা হবে ওএমআর মেশিন। ফলাফল তাৎক্ষণিকভাবে সিনেট হলে বড় পর্দায় প্রদর্শিত হবে। প্রতি ঘণ্টায় ক্যাম্পাসজুড়ে আপডেট জানানো হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও জনসংযোগ দপ্তরের ফেসবুক পেজেও ফলাফল প্রকাশ করা হবে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *