জাকসুর ছাত্রদল প্যানেলে ছাত্রলীগ কর্মী মৌসুমী

গণমঞ্চ ডেস্ক নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করা শিক্ষার্থী কাজী মৌসুমী আফরোজ বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে লড়ছেন।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের আগে কাজী মৌসুমী আফরোজ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে। জাবির শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের সঙ্গে তার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে।

অর্থনীতি বিভাগের ৫০তম আবর্তনের (২০২০-২১ সেশন) এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন। তিনি ক্যাম্পাসে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমেও সক্রিয় ছিলেন।

জাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যেই উচ্ছ্বাস দেখা দিয়েছে। ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া এবং পরবর্তীতে ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ায় মৌসুমীর প্রার্থিতা বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।

ছাত্রদলের নেতারা বলছেন, যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের রাজনীতিতে যুক্ত হওয়া ছাত্রসমাজের জন্য ইতিবাচক দিক।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *