জঙ্গি নাটকের বিচারে সরকার বদ্ধ পরিকর: শিক্ষা উপদেষ্টা

গণমঞ্চ নিউজ ডেস্ক –

জঙ্গি নাটকের বিচার করতে সরকার বদ্ধ পরিকর বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

বুধবার দুপুরে সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকা-এর ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, অতীতে ধর্মীয় বিশ্বাসের কারণে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়েছে। মানুষের পোশাকের কারণে, তারা নাগরিক মর্যাদা নিয়ে যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিরাপদে চলাচল করবেন- সেটি করতে পারেন নি। আমরা জানি এখানে কিভাবে জঙ্গি নাটক সাজানো হয়েছে। এদের বিচার করার জন্য সরকার বদ্ধ পরিকর।

শাপলা গণহত্যাকান্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি নিজে বলতে পারি- শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল সরকার সেটিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল। সেইসাথে যারা নিজেদের বুদ্ধিজীবী মনে করেন তাদের বিরাট একটা অংশ নীরব ছিলেন। নীরব থাকার মাধ্যমে ওই হত্যাযজ্ঞকে তারা বৈধতা দিয়েছিলেন। ইতিহাসকে মুছে ফেলার পরিকল্পনা ছিল। সত্যকে ধামাচাপা দেয়া যায় না।

এসময় বিভেদ সৃষ্টিকারী প্রতিষ্ঠানগুলোকে উৎপাটন করার প্রস্তাব জানিয়ে সকল ধর্মের ও বিশ্বাসের অনুসারীদের সহমর্মিতা প্রদর্শন করার আহ্বান জানান তিনি।

সরকারি মাদরাসা-ই আলিয়া, ঢাকার অধ্যক্ষ অধ্যাপক মো. ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *