চোর সন্দেহে গণপিটুনিতে কিশোরের মৃত্যু, দুজন গুরুতর আহত

গণমঞ্চ ডেস্ক নিউজ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে চোর সন্দেহে গণপিটুনিতে মো. রিহান উদ্দিন ওরফে মাহিন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় মানিক ও রাহাত নামে আরও দুই কিশোর আহত হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

শুক্রবার ভোরে ওই এলাকার ৫ নম্বর ওয়ার্ডের চেইঙ্গার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

নিহত কিশোর মাহিন স্থানীয় সাগর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, ভোরে সাগর তালুকদার বাড়ির একটি সড়কের ওপর স্থানীয় ৫/৬ জন ছেলে দাঁড়ানো অবস্থায় ছিল। স্থানীয়রা চোর অপবাদ দিয়ে তাদের ধাওয়া দিলে তারা পালাতে থাকে। এদের মধ্যে তিনজন একটি নির্মাণাধীন ঘরের ছাদের ওপর উঠে আশ্রয় নেয়। পরে ধাওয়াকারীরা ওই তিনজনকে ছাদ থেকে নামিয়ে চেইঙ্গার ব্রিজের ওপর নিয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে মাহিন নামে এক কিশোর মারা যায়।

তিনি আরও বলেন, বাকি দুই কিশোর চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নোমান ও আজাদ নামে দুই যুবককে পুলিশ আটক করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

আহতদের পরিবারের অভিযোগ, মানিক ও রাহাত কেবল আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সন্দেহের বশে তাদের ওপর এমন নৃশংস হামলা চালানো হয়েছে। তারা সুস্থ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *