চুনারুঘাটে জমি বিরোধে ভাগিনার হাতে মামা খুন, আহত ৫

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি




‎হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাগিনার হাতে ছেরাগ আলী (৫৫) খুন হয়েছেন। নিহত ছেরাগ আলী উপজেলার মহদিরকোনা গ্রামের সুরুজ আলীর পুত্র। ঘটনায় ছেরাগ আলীর সঙ্গে থাকা আরও পাঁচজন আহত হয়েছেন।

‎পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) ছেরাগ আলী জমিতে হাল চাষ করতে গেলে তার বোন নুর নাহার স্বামী আবুল কাসেম ও পুত্র বিকাশসহ বাধা প্রদান করেন। এ সময় উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে হাতাহাতিতে রূপ নেয়। রামদা ও লাঠি দিয়ে সংঘর্ষে ছেরাগ আলী গুরুতর আহত হন। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

‎স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মো. রমিজ উদ্দিন জানান, নিহত ছেরাগ আলী ও তার বোনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিল। সালিশ বৈঠকের পরও কোর্টে মামলা না তোলা ও পুনরায় জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়।

‎চুনারুঘাট থানার ওসি মো. নুর আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *