গণমঞ্চ ডেস্ক নিউজ
ভারতের মহারাষ্ট্রের নাসিকে বিরল এক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, এক পথকুকুর ভয়ঙ্কর এক চিতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত চিতাকে প্রায় ৩০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।
সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, মহারাষ্ট্রের নাসিকের নিফাড এলাকায় গত সপ্তাহে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলতি সপ্তাহের শুরুর দিকে একটি চিতা ওই এলাকায় ঢুকে পড়লে পথকুকুরটি পাল্টা আক্রমণ চালায়। হঠাৎ এই আক্রমণে হতভম্ব হয়ে চিতা প্রাণ বাঁচাতে চেষ্টা করে এবং শেষ পর্যন্ত কুকুরের কবল থেকে মুক্ত হয়ে পালিয়ে যায়।
তীব্র লড়াইয়ের পরও কুকুরটি বেঁচে যায়। তবে এ ঘটনায় স্থানীয় কোনো বাসিন্দা বা গৃহপালিত পশুর ক্ষতি হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় বন কর্মকর্তারা জানান, আঘাতপ্রাপ্ত চিতাটি কাছের মাঠে পালিয়ে যায়। সেটি চিকিৎসার প্রয়োজন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আপাতত গ্রাম ও আশপাশের এলাকা নিরাপদ রয়েছে।
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন সারা দেশে পথকুকুর নিয়ে বিতর্ক চলছে। শুক্রবার ভারতের সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানিও হয়। বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ বেঞ্চ দিল্লি-এনসিআরের পাউন্ডে টিকা দেয়া পথকুকুর ছেড়ে দেওয়ার ওপর নিষেধাজ্ঞা সংশোধন করে জানায়, আগের নির্দেশনা ছিল “অতিরিক্ত কঠোর”।