চিকেন রোলে পাওয়া গেল নখসহ মানুষের আঙুল

গণমঞ্চ ডেস্ক নিউজ

নিউইয়র্কের এক নারী অভিযোগ করেছেন, একটি রেস্টুরেন্ট থেকে অর্ডার করা চিকেন রোলে তিনি নখসহ মানুষের আঙুলের ডগা খুঁজে পেয়েছেন। ঘটনাটি ২০২৩ সালের হলেও সম্প্রতি এ নিয়ে সাক্ষাৎকার দেওয়ার পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

ভুক্তভোগী নারী ম্যারি এলিজাবেথ স্মিথ (৪৩) দাবি করেছেন, তিনি নিয়মিত যাওয়া নিউইয়র্কের ক্রিয়েট অ্যাস্টোরিয়া রেস্টুরেন্ট থেকে ওই রোল অর্ডার করেছিলেন। রোল খাওয়ার সময় তিনি অস্বাভাবিক কিছু অনুভব করেন এবং কামড় দেওয়ার পর মুখ থেকে আঙুলের ডগা বের করে ফেলেন।

পরবর্তীতে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, সেটি একজন নারীর আঙুলের অংশ।

ঘটনার পর তিনি মারাত্মক মানসিক আঘাত পান এবং “স্থায়ীভাবে ট্রমাটাইজড” হয়ে পড়েন। স্মিথ জানান, এরপর থেকে খাবার খাওয়ার ক্ষেত্রে বিশেষ করে মুরগির মাংস দেখলে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। এমনকি রোগ-জীবাণুর আশঙ্কায় তাকে ভাইরাস নিয়ন্ত্রণের বিশেষ থেরাপি নিতে হয়েছে।

তিনি বলেন, সেদিনের অভিজ্ঞতা ভয়াবহ ছিল। আমি কি খাচ্ছি সে বিষয়ে এখন খুব সতর্ক। মুরগি খেতে পুনরায় সাহস ফিরে পেতে অনেক সময় লেগেছে। জীবনে স্বপ্নেও ভাবিনি এমন কিছু ঘটতে পারে।

তবে রেস্টুরেন্ট মালিক টেডি কারগিয়ানিস অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, ঘটনার দিন তার রেস্টুরেন্টে কোনো নারী কর্মী ছিল না, তাই নারীর আঙুলের অংশ আসার প্রশ্নই ওঠে না। বরং তিনি ভুক্তভোগী নারীর বিরুদ্ধে পাল্টা আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন।

এ ঘটনায় নিউইয়র্কজুড়ে আতঙ্ক তৈরি হলেও বিষয়টির তদন্ত ও আইনি প্রক্রিয়া এখনও চলমান।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *