চিকন শরীর নিয়ে কটাক্ষ, বন্ধুকে হত্যা

মজা করে এক বন্ধু তার দুই স্কুল বন্ধুকে চিকন শরীর নিয়ে কটাক্ষ করেছিল। কিন্তু বন্ধুর সেই মজা করা মেনে নিতে পারেননি তারা। বন্ধুর ওপর প্রতিশোধ নিতে পরিকল্পনা সাজায় দুজন মিলে। ২ জুলাই দিবাগত রাতে স্কুলে প্রবেশ করে তারা। তবে রাতে ঠিক কী কারণে তারা স্কুলে ঢুকেছিল, তা এখনো জানা যায়নি।

ওই দিন রাতে পেশিবহুল দেহের অধিকারী বন্ধু আবারও রুগ্ণ শরীর নিয়ে কটাক্ষ করে তাদের। নিয়মিত এ ধরনের কটাক্ষে বিরক্ত হয়ে এক অভিযুক্ত একটি পাথর তুলে তাকে আঘাত করে। এরপর অন্য অভিযুক্ত তাকে কাঁচি দিয়ে আক্রমণ করে। কর্মকর্তারা জানান, এরপর তারা করণের দেহটি স্কুলের শৌচাগারে ফেলে পালিয়ে যায়।

ভারতের দিল্লির পাশের গুরগাঁওয়ে ঘটেছে এই রোমহর্ষক ঘটনা। দুই বন্ধুকে তাদের চিকন শরীর নিয়ে কটাক্ষ করায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২০ বছর বয়সী করণ। স্কুলের টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে করণের রক্তাক্ত মরদেহ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত সোমবার স্কুলেরই এক শিক্ষক করণ নামের ওই তরুণের পচা-গলা দেহটি দেখতে পান। এর তিন দিন পর পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই অভিযুক্ত আকাশ ও শিব কুমারকে গ্রেপ্তার করে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *