চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

গণমঞ্চ নিউজ ডেস্ক –

চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে পেছন থেকে ট্রাকচাপায় মোসা. ফাতেমা (১০) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ১০ নম্বর ওয়ার্ডের নামোশংকরবাটি চৌমুহনী বাঁশবাড়িয়া মোড়ে ঘটনাটি ঘটে।

নিহত শহরের ৯ নম্বর ওয়ার্ডের রাজারামপুর ফতেপুর ভবানীপুর মহল্লার ইসমাইল হক কালুর মেয়ে ও শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। এদিকে ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ট্রাক ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।এসময় বিক্ষুদ্ধরা পুলিশের ওপর চড়াও হলে এক পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে রাত সাড়ে ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ট্রাকটি থানায় নিয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত মেয়েটিকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ও ট্রাকটি জব্দ করে।এসময় স্থানীয়রা পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ যাবৎ বিবাদে জড়িয়ে পড়ে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে পুলিশ ট্রাকটি আটক করতে গেলে স্থানীয়রা বিশেষ শাখার (এসবি) পুলিশ সদস্য ও থানা পুলিশের ওপর আক্রমণের চেষ্টা করে। এসময় এক পুলিশ সদস্য আহত হন।এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।’

সংশ্লিষ্ট ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তোহুরুল ইসলাম টুটুল বলেন, ‘ঘটনার খোঁজ নিতে গিয়ে পুলিশের বিশেষ শাখার এক এসআই ও এক কনস্টেবল হামলার শিকার হন। অটোরাইস মিলের ওই ট্রাকটি খালি ছিল। ঘটনার পর ট্রাকচালক ট্রাক ফেলে পালিয়ে যান।’

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *