চাঁদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে ‘জয় বাংলা’ গান বাজানোকে কেন্দ্র করে হামলা

গণমঞ্চ নিউজ ডেস্ক –

চাঁদপুরে জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে আয়োজিত এক সংগীত অনুষ্ঠানে ভুল বোঝাবুঝির জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে আরিয়ান আহমেদ নামে বৈষম্যবিরোধী আন্দোলনের এক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘জুলাই আন্দোলনে’ অংশ নেওয়া ছাত্র-জনতা ১৫ আগস্টকে কেন্দ্র করে কার্যালয়ের নিচতলায় একটি মিউজিক পার্টির আয়োজন করে। অনুষ্ঠানে বিদ্রূপ করে “জয় বাংলা, জিতবে আবার নৌকা” গানটি বাজানো হলে উপস্থিত কিছু ব্যক্তি ভুলবশত আওয়ামী লীগ ও ছাত্রলীগের উপস্থিতি ভেবে ভাঙচুর চালান। এসময় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শী এক ছাত্রনেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, “১৫ আগস্ট উপলক্ষে কয়েকজন শিক্ষার্থী মিউজিক পার্টির আয়োজন করেন, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী উপস্থিত ছিলেন। প্রথমে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে সরে যায়। এরপর গান বাজানোকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় এক নেতার নেতৃত্বে একদল লোক এসে ভাঙচুর চালায়। তবে ভুল বোঝাবুঝি থেকেই এ ঘটনা ঘটেছে।”

বিএনপি নেতা সলিমুল্লাহ সেলিম বলেন, “ঘটনার সময় আমি কাছাকাছি চাঁদপুর ক্লাবে ছিলাম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। সময়মতো না এলে আরও বড় ধরনের অঘটন ঘটতে পারত।”

চাঁদপুর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *