চলতি সপ্তাহেই রোডম্যাপ প্রকাশ, নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত: ইসি

গণমঞ্চ নিউজ ডেস্ক –

ভোটকেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ছে না। তবে তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র থাকবে। একইসঙ্গে, একটি বুথে যেখানে আগে ৫০০ ভোটার ভোট দিতেন, এখন থেকে সেখানে ৬০০ ভোটার ভোট দিতে পারবেন।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত হয়েছে এবং চলতি সপ্তাহেই পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, ‘নির্বাচনী কর্মপরিকল্পনা এই সপ্তাহেই চূড়ান্ত করা হবে। আর চলতি সপ্তাহেই পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করবে ইসি।’

তিনি আরও জানান, সীমানা নির্ধারণসংক্রান্ত ৮২টি আসনের বিষয়ে শুনানি আগামী ২৪ আগস্ট থেকে শুরু হয়ে টানা চার দিন চলবে।

ভোটকেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ছে না। তবে তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র থাকবে। একইসঙ্গে, একটি বুথে যেখানে আগে ৫০০ ভোটার ভোট দিতেন, এখন থেকে সেখানে ৬০০ ভোটার ভোট দিতে পারবেন।’

ইসির সিনিয়র সচিব আরও জানান, নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করা ২২টি রাজনৈতিক দলের কার্যক্রম যাচাইয়ে মাঠপর্যায়ে চিঠি পাঠানো হয়েছে।

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *