চট্টগ্রাম বন্দরে অভিযানে পুলিশ কর্মকর্তা আহত, ১৮ জন আটক, অস্ত্র উদ্ধার

গণমঞ্চ ডেস্ক-

চট্টগ্রামের মধ্যম হালিশহর খালপাড় এলাকায় অভিযান চালাতে গিয়ে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এসময় ১৮ জনকে আটক ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রাত (১১ আগস্ট) চট্টগ্রাম বন্দর থানার আওতাধীন এলাকায়।

আহত কর্মকর্তার নাম উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুলতান মুহাম্মদ হাবিব আহসান জানান, “এলাকায় একদল সশস্ত্র অপরাধীর উপস্থিতির খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে এসআই মাসুদ রানার নেতৃত্বে পুলিশ দল অভিযান চালায়। অভিযানের সময় তালিকাভুক্ত সন্ত্রাসী শাকিল ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়, এতে এসআই রানা গুরুতর আহত হন।”

তিনি আরও জানান, পরে অতিরিক্ত পুলিশ পৌঁছে রাতভর অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করে এবং বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে।

আহত এসআই রানাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

“এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে,” যোগ করেন ওসি।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *