চট্টগ্রামে এনসিপি নেতার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ

গণমঞ্চ ডেস্ক-

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের সাবেক সদস্যসচিব নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধ করতে পাঁচ লাখ টাকা নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গতকাল রবিবার সন্ধ্যায় এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে আন্দোলন বন্ধ করে দেওয়ার বিনিময়ে টাকা চাইতে শোনা যায় তাকে।

এর আগে, গত ৫ জুলাই নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দেন এক নারী।

চিঠিতে ওই নারী উল্লেখ করেন, দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছেন নিজাম উদ্দিন।

নিজাম তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্যসচিব ছিলেন। অভিযোগের পর তার পদও স্থগিত করা হয়। পরে তাকে পদ ফিরিয়ে দেওয়া হয়।

এরই মাঝে সম্প্রতি চট্টগ্রাম বন্দরে বিভিন্ন ইস্যুতে সাইফ পাওয়ার টেকের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠে। সেই আন্দোলন থামাতে সংশ্লিষ্টদের কাছ থেকে চাঁদা আদায় নিয়ে নিজাম আফতাব হোসেন রিফাত নামে তার একজন ঘনিষ্ট লোকের সঙ্গে চাঁদা আদায় নিয়ে কথা বলার পাশাপাশি চাঁদার অঙ্ক নিয়ে দর কষাকষি করতে শোনা গেছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া দেড় মিনিটের ওই ভিডিওতে নিজাম উদ্দিনের সঙ্গে রিফাত মেসেঞ্জারে কলে কথা বললে অন্য আরেকটি ফোনে ভিডিও করা হয়।

শুরুতে রিফাত বলেন, ‘যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে তখন কী করব?’ জবাবে নিজাম উদ্দিন বলেন, ‘আন্দোলন বন্ধ করাব। তোমারে দিছে, টাকা দিছে?’ এ পাশ থেকে ‘হ্যাঁ’ জবাব দেন রিফাত।

কত লাখ টাকা দেওয়া হয়েছে এমন প্রশ্নে রিফাত বলেন, ‘পাঁচ’ (৫ লাখ)। এরপর নিজাম উদ্দিনকে বলতে শোনা যায় ‘আরও বেশি নিতা প্রেশার দিয়ে…তোমরা দেখো ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কি না, নিতে পারলে ওদেরকে আমি এনে, রোহান, মীরদেরকে এসে কিছু দিয়ে দিলাম।’

এই আফতাব হোসেন রিফাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক সমন্বয়ক বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি আপলোড করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম।

তিনি লিখেছেন, ‘সাইফপাওয়ার টেকবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন, এটা শুধু দুর্নীতিই নয়, এটি ছাত্র ও জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।’

জানতে চাইলে রাহাদুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘আমাকে একজন ভিডিওটি দিয়েছে। নিজামের বিরুদ্ধে আগেও চাঁদাবাজির অভিযোগ ওঠে। এবার সাইফপাওয়ার টেক থেকে বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে টাকা নেওয়ার অভিযোগ উঠল।’

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *