গ্রেপ্তার এড়াতে ফুলজোড় নদীতে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

গণমঞ্চ নিউজ ডেস্ক –

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ফুলজোর নদীতে ঝাঁপ দিয়ে শাওন রেজা (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শাওন একজন সন্দেহভাজন মাদক চোরাকারবারি। তার বিরুদ্ধে এ সংক্রান্ত একটি মামলাও রয়েছে।

শাওন ওই গ্রামের নুরুল হকের ছেলে।

উপজেলার শাহবাজপুর গ্রামে গতকাল র‌্যাবের গোয়েন্দা দল তথ্য সংগ্রহ করতে গিয়েছিল। সে সময় গ্রেপ্তার এড়াতে শাওন নদীতে ঝাঁপ দেয়, উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ সময় বিক্ষুব্ধ জনতা র‌্যাবের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে। তবে কোনো র‌্যাব সদস্য আহত হননি বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

কামারখন্দ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আকমল হোসেন জানান, নিহত যুবকের বাবা একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা দায়ের করেছেন। তবে র‌্যাবের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *