গোপালগঞ্জে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল

গোপালগঞ্জে চলমান কারফিউ শনিবার ১৪ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে। এ সময় সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক সমাবেশ চলাকালীন বুধবার সহিংস সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর কারফিউ জারি করা হয়।

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান শুক্রবার গভীর রাতে এ সিদ্ধান্তের ঘোষণা দেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মীরা হামলা চালায়, যাতে অন্তত পাঁচজন নিহত হন।

কারফিউ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। শুক্রবারের জন্য আলাদাভাবে তিন ঘণ্টার বিরতিরও ঘোষণা দেওয়া হয়েছে।

প্রশাসনের কর্মকর্তারা জানান, জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে সাময়িক এ শিথিলতা দেওয়া হয়েছে, তবে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।

পরিস্থিতি পর্যবেক্ষণের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *