গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার

গত সপ্তাহের প্রাণঘাতী সংঘর্ষের প্রেক্ষিতে গোপালগঞ্জে জারিকৃত কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।

রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ৮টার পর থেকে গোপালগঞ্জে ১৪৪ ধারা ও কারফিউ আর কার্যকর থাকবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা পরিস্থিতির উপর ভিত্তি করে জারি করা হবে।”

এছাড়া, সহিংসতায় জড়িতদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে, বুধবার ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) মিছিল ও সমাবেশ চলাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়।

প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী সংঘর্ষে ওইদিনই চারজন নিহত হন। পরে আরও একজনের মৃত্যু হয়।

বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দফায় কারফিউ জারি করা হয়।

পরবর্তীতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত কারফিউ বাড়ানো হয়।

একটি তিন ঘণ্টার বিরতির পর শুক্রবার বেলা ২টা থেকে ৬টা পর্যন্ত আবার কারফিউ জারি হয়। এরপর তা রাত ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়।

শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হলেও রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ফের কারফিউ জারি করা হয়।

রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত গোপালগঞ্জে ১৪৪ ধারা কার্যকর ছিল।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি এসব তথ্য নিশ্চিত করেছেন।

Ask ChatGPT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *