গুগল ম্যাপস কর্মীদের চোর সন্দেহে গণপিটুনি

গণমঞ্চ ডেস্ক নিউজ

গুগল ম্যাপসের একটি জরিপ দলকে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে চোর ভেবে গণপিটুনির শিকার হতে হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে বীরহার গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৯ আগস্ট) এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

প্রতিবেদন অনুযায়ী, টেক মাহিন্দ্রার হয়ে আউটসোর্স করা গুগল ম্যাপস দল ক্যামেরা লাগানো গাড়ি ব্যবহার করে গ্রামীণ এলাকার রাস্তার ছবি তুলছিল। উদ্দেশ্য ছিল মানচিত্র হালনাগাদ করা। তবে ক্যামেরাযুক্ত গাড়ি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা মনে করে, গাড়িটিতে চুরি করার তথ্য সংগ্রহ করা হচ্ছে। 

কিছুক্ষণের মধ্যেই গ্রামবাসী গাড়িটি ঘিরে ধরে জরিপ দলের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে এবং কর্মীরা মারধরের শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে থানায় গিয়ে জরিপ দলের সদস্যরা জানান, তারা কোনো অপরাধী নন, বরং সরকারি অনুমতি নিয়েই গুগল ম্যাপিংয়ের কাজ করছিলেন। এরপর গ্রামবাসীরা শান্ত হয় এবং কোনো মামলা-মোকদ্দমা ছাড়াই বিষয়টি মীমাংসা হয়।

একজন কর্মী জানান, আমি দলসহ জরিপের কাজে গ্রামে গিয়েছিলাম। কিন্তু ভুল বোঝাবুঝিতে স্থানীয়রা আমাদের মারধর করে। এ জরিপের জন্য আমরা ডিআইজির কাছ থেকে অনুমতিও নিয়েছিলাম।

অন্যদিকে গ্রামবাসীরা জানায়, সম্প্রতি এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটায় তারা বেশি সতর্ক ছিলেন।

কানপুর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হওয়া গেছে এটি গুগল ম্যাপিংয়ের কাজ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক, পুলিশ মোতায়েন আছে এবং গ্রামবাসীদের শান্ত করা হয়েছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *